ঢাকা সোমবার, ১৭ই নভেম্বর ২০২৫, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২


নতুন বাংলাদেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজন গণতান্ত্রিক নির্বাচিত সরকার : এ এস এম আব্দুল হালিম


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৫ ২০:০৫

নতুন বাংলাদেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজন গণতান্ত্রিক নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করে, যা দুর্নীতি হ্রাস এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক। অর্থনৈতিক নীতি ও প্রকল্প বাস্তবায়নে জনগণের আস্থা বৃদ্ধি পায়, ফলে দেশের উৎপাদনশীলতা এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধি পায়। গণতান্ত্রিক সরকারই দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার প্রধান চালিকা শক্তি।

১৫ নভেম্বর (শনিবার) রাজধানীর রাজমনি ইশাখা হোটেলে ‘পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড’ ও ‘ইজি বিজনেস প্লাটফর্ম’ (ইবিপি) কর্তৃক আয়োজিত ‘প্রপার্টি ফেয়ার’ অনুষ্ঠানে এ কথা বলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম।

তিনি আরও বলেন, রিয়েল এস্টেট খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক নগরায়ণ, মানসম্পন্ন আবাসন সুবিধা এবং উদ্যোক্তা সৃষ্টিতে এই খাতের অবদান ক্রমশ বাড়ছে। জনগণের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে বেসরকারি খাতের এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় । আমি ‘পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড’ ও ‘ইজি বিজনেস প্লাটফর্ম’ (ইবিপি) এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব শাহ মো. আবু রায়হান আলবেরুনী। তিনি বলেন, রিয়েল এস্টেট খাত দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। আধুনিক নগরায়ণ, মানসম্মত আবাসন ও নিরাপদ জীবনযাত্রার নিশ্চয়তার সঙ্গে সঙ্গে এটি নতুন উদ্যোক্তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, “দেশে নগরায়ণ ক্রমশ ঘনবসতিপূর্ণ হচ্ছে। এর ফলে নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে বেসরকারি খাতের কার্যকর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ইজি বিজনেস প্লাটফর্মের উদ্যোগগুলো এই ক্ষেত্রে নজির স্থাপন করেছে।”

পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের নাগরিকদের জন্য মানসম্মত, নিরাপদ এবং সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা। রিয়েল এস্টেট খাত কেবল নির্মাণ নয়, এটি মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সংযুক্ত। আমাদের প্রচেষ্টা দেশের রিয়েল এস্টেট খাতকে আরও উদ্ভাবনী, কার্যকর এবং মানুষের চাহিদা-ভিত্তিক করে গড়ে তোলা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য শারমিন পারভীন লিজা, বাংলাদেশ পুলিশের উপ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মীর মোদদাছছের হোসেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মাহবুবের রহমান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান, রয়েল এইড হাসপাতালের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম শিকদার, ক্যাকটাস বিডির সিইও ও মিডিয়া ব্যক্তিত্ব শওকত আলী হাজারী, অ্যাডভোকেট আজিম ভূঁইয়া, সরকারের উচ্চপদস্থ সাবেক কর্মকর্তা কাজী মফিজুল হক সহ প্রমুখ।

অনুষ্ঠানে একটি র‍্যাফেল ড্র এর আয়োজন করা হয়। র‍্যাফেল ড্র তে প্রথম পুরস্কার তিন রাত চার দিনের চায়না ট্যুর সহ মোট ২১টি আকর্ষণীয় পুরস্কার আগত অতিথিদের মাঝে প্রদান করা হয়। প্রথম পুরস্কার জয়ী হন এস এম সাহাবুদ্দিন।


পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড, ইজি বিজনেস প্লাটফর্ম, ইবিপি, অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), শাশ্বত মনির, মনিরুজ্জামান, এ এস এম আব্দুল হালিম