ঢাকা সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


পুলিশ নিয়োগ ২০২৪ সার্কুলার

পুলিশে নেওয়া হবে ৩৬০০ কনস্টেবল, আবেদন শুরু


২০ জানুয়ারী ২০২৪ ১২:২১

আপডেট:
২০ জানুয়ারী ২০২৪ ১২:২৮

পুলিশে নেওয়া হবে ৩৬০০ কনস্টেবল, আবেদন শুরু

বাংলাদেশ পুলিশ বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, দেশের ৬৪ জেলা থেকে এবার ৩ হাজার ৬০০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ৬০ জন পুরুষ ও ৫৪০ জন নারী নিয়োগ পাবেন। ১৯ জানুয়ারি থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পুলিশ বাহিনী
চাকরির ধরন: সরকারি চাকরি
প্রকাশের তারিখ: ১৮ জানুয়ারি ২০২৪
পদ ও লোকবল: ১টি ও ৩,৬০০
চাকরির খবর: দৈনিক আমাদের দিন
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ : ১৯ জানুয়ারি ২০২৪
আবেদনের শেষ তারিখ : ৭ ফেব্রুয়ারি ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট : https://www.police.gov.bd/

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ বাহিনী
পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
পদসংখ্যা: ৩,৬০০ টি

অফিসার ক্যাডেট নিচ্ছে নৌবাহিনী, এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করুন
সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার, সৈনিক পদে আবেদন করুন
পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে (ন্যূনতম জিপিএ-২ দশমিক ৫)।
জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে।

শারীরিক যোগ্যতা: সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা (বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ছাড়া) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
বুকের মাপ: পুরুষ প্রার্থীর বুকের মাপ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।

আবেদন ফি: আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে:আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৪