কৃষি অফিসার মেহেদী এর উপর হামলার প্রতিবাদে সারাদেশে কলম বিরতি পালন
বিসিএস (কৃষি) এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা কৃষি অফিসার, নকলা, শেরপুর-এর কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী-এর উপর গত ০৫ নভেম্বর ২০২৫ তারিখে সংঘটিত বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ১১ নভেম্বর, ২০২৫ তারিখ বেলা ১১ ঘটিকা হতে ১২ ঘটিকা পর্যন্ত ‘কলম বিরতি’ সারাদেশে পালিত হয়েছে।
সকাল ১১:০০টা থেকে ১২:০০টা পর্যন্ত দেশের সকল কৃষি সংশ্লিষ্ট দপ্তরে — উপজেলা কৃষি অফিস, উপপরিচালকের কার্যালয়, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), হর্টিকালচার সেন্টার ও কোয়ারেন্টাইন স্টেশনসহ অন্যান্য দপ্তরে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ একযোগে কলম বিরতি পালন করেন।
কর্মসূচিতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন এবং হামলার প্রতিবাদে সংহতি প্রকাশ করেন। তাঁরা বলেন, একজন সৎ, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তার উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, বরং এটি মাঠপর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা, মর্যাদা ও মনোবলের ওপর আঘাত।
বক্তারা হামলার ঘটনায় জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফার্মগেটে কলম বিরতি পালনকালে খামারবাড়ি চত্বরে কর্মকর্তা-কর্মচারী সমবেত স্থানে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এস এম সোহরাব উদ্দিন, মোঃ আব্দুর রহিম, পরিচালক, উদ্ভিদ সংগনিরোধ উইং, মোঃ হাবিবউল্লাহ্, পরিচালক, প্রশাসন ও অর্থ উইং, ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং), মোঃ নূরে আলম সিদ্দিকী, উপপরিচালক (ফল ও ফুল), হর্টিকালচার উইং, মো: মুরাদুল হাসান, উপপরিচালক (প্রশাসন) এবং সঞ্চালনা করেন কে, এম, বদরুল হক, প্রকল্প পরিচালক, জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন প্রকল্প।
বক্তারা বলেন, সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা রেখে অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে দাবি জানান।
বিসিএস (কৃষি) এসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ড. সাহিনুল ইসলাম হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানান, সেইসাথে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনার প্রতিবাদে ঘোষিত কর্মসূচির পরবর্তী ধাপ হিসেবে
১২ নভেম্বর ২০২৫ (বুধবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি এবং
১৩ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন পালন করা হবে।
বিসিএস (কৃষি) এসোসিয়েশনের কর্মকর্তারা আশা করেন সরকার ও প্রশাসনের যথাযথ পদক্ষেপের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং সকল কর্মকর্তা-কর্মচারী নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনে সক্ষম হবেন।
