নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে গরুসহ চোরাচালানের মালামাল আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ১৩টি বার্মিজ গরু ও বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ লেম্বুছড়ি বিওপি, ভালুখাইয়া বিওপি এবং ব্যাটালিয়ন সদর টহলদল যৌথভাবে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বার্মিজ গরু ও বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালের কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে অভিযান পরিচালনাকারী বিজিবি সদস্যরা ১৩টি বার্মিজ গরু এবং বিভিন্ন ধরনের বাংলাদেশি মালামাল জব্দ করেন। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৮৬ হাজার টাকা।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে তারা সর্বদা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এসব কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় হয়েছে এবং স্থানীয় জনসাধারণের আস্থা বৃদ্ধি পেয়েছে।
