বিদায়ী ইউএনওকে ডুমুরিয়া নিসচা'র উদ্যোগে সংবর্ধনা
ডুমুরিয়া উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনকে নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। (১২ নভেম্বর) বুধবার সকাল ১১ টায় উপজেলা অফিসার ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম।
বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও নিসচা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ আল-আমিন।তিনি বলেন,নিরাপদ সড়ক চাই একটি অরাজনৈতিক সংগঠন। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এই সংগঠনের প্রধান হয়ে সারা বাংলাদেশে যে নিরাপদ সড়কের আন্দোলন গড়ে তুলেছে তা সত্যিই প্রশংসনীয়। আমি আপনাদের সাথে সব সময় ছিলাম। আপনারা এই সড়ক রক্ষায় আন্দোলন চালিয়ে যাবেন। আমাকে আপনারা আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছেন এজন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সফলতা কামনা করছি।
আরও বক্তৃতা করেন, নিসচা উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার,কামরুল ইসলাম,শেখ এনায়েত হোসেন।নিসচা উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব শাহজাহান জমাদ্দার। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন,দুর্ঘটনা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল।কার্যকরী সদস্য আব্দুর রহমান বেপারী, জুয়েল,মোঃ সোহেল, জুলফিকার আলী ভুট্টোসহ উপজেলা শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিদায়ী নির্বাহী অফিসারের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সড়ক যোদ্ধারা।
