বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মিরপুর আঞ্চলিক শাখার নবগঠিত কার্যনিবাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মিরপুর আঞ্চলিক শাখার নবগঠিত কার্যনিবাহী কমিটির পরিচিতি সভা, শপথ গ্রহণ ও আই ডি কার্ড বিতরণ অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪.০০ ঘটিকায় কমিশনের পল্লবী কার্যালয় মিরপুর ঢাকায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে বৃহত্তর মিরপুর আঞ্চলিক শাখার মানবতাবাদী কর্মীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি ও বৃহত্তর মিরপুর আঞ্চলিক শাখার সভাপতি মানবতাবাদী মো: মুক্ত রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিশনের উপদেষ্টা জনাব সৈয়দ মাসুদ রেজা, জনাব এ কে এম ইদ্রিস আলী, জনাব শামীম উ দ্দোজা আরিফ, সাধারণ সম্পাদক জনাব সৈয়দ তাওহিদুর রহমান, নির্বাহী সভাপতি জনাব মেজবাউর রহমান, সহ সভাপতি জনাব মোহাম্মদ আল ইমরান সহ সভায় উপস্থিত মানবাধিকার নেতৃবৃন্দ।
বক্তারা নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত, দুস্থ অসহায় মানুষদের অধিকার সুরক্ষার করনীয় এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগিতা করার বিষয়সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।