কুড়িগ্রাম-১ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে বিন ইয়ামিন মোল্লার নির্বাচনী যাত্রা শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৫ কুড়িগ্রাম-১ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী বিন ইয়ামিন মোল্লা আজ (সোমবার, ১১ নভেম্বর) সন্ধ্যায় নাগেশ্বরী উপজেলা কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
দলীয় কার্যালয় থেকে বের হওয়া একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বিন ইয়ামিন মোল্লা বলেন “কুড়িগ্রামের মানুষ পরিশ্রমী, সৎ ও সংগ্রামী। বছরের পর বছর ধরে এই এলাকা অবহেলিত থেকেছে। আমাদের মানুষকে ‘মফিজ’ বলা হয়েছে, আমাদের জেলা ‘মঙ্গা এলাকা’ নামে উপহাসের শিকার—আমি আর এই অপমান মেনে নেব না। জনগণ যদি ট্রাক মার্কায় আমাকে ভোট দেয়, আমি প্রমাণ করব কুড়িগ্রাম হবে গর্বের জেলা, উন্নয়নের জেলা।
কুড়িগ্রাম আর মঙ্গার জেলা নয়, এটি হবে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের জেলা। প্রতিটি তরুণ যেন কর্মসংস্থানের সুযোগ পায়, কৃষক যেন ফসলের ন্যায্যমূল্য পায়, প্রতিটি পরিবার যেন আলোয় ভরে ওঠে—এটাই আমার অঙ্গীকার।
আমি রাজনীতি করি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। গণঅধিকার পরিষদ কোনো গোষ্ঠীর দল নয়, এটি সাধারণ মানুষের দল। আমরা সেই রাজনীতি করতে চাই যেখানে নেতা সেবক, জনগণই প্রকৃত ক্ষমতার উৎস।
ট্রাক মার্কা আমাদের শ্রম, ঐক্য ও উন্নয়নের প্রতীক। আমি চাই কুড়িগ্রাম হোক পরিবর্তনের মডেল। আগামী নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দিন, নতুন প্রজন্মের নেতৃত্বে দেশের রাজনীতিতে নতুন ধারা তৈরি করুন।”
সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পুরো বাসস্ট্যান্ড এলাকা ট্রাক মার্কার পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে।
