ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


দৈনিক আমাদের দিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি গাজী মোক্তার হোসেন আর আমাদের মাঝে নেই


প্রকাশিত:
৮ জুলাই ২০২৫ ২৩:৩৮

আমাদের অত্যন্ত সম্মানিত সংবাদকর্মী সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেন আর আমাদের মাঝে নেই।

গত সোমবার (৭ জুলাই ২০২৫) রাত ১১টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গাজী মোক্তার হোসেন ছিলেন একজন নীতিবান, দায়িত্বশীল এবং নিষ্ঠাবান সাংবাদিক। তাঁর লেখনী ছিল নিরপেক্ষতা, সাহসিকতা ও সমাজ সচেতনতায় পরিপূর্ণ। সাতক্ষীরার গণমাধ্যম অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

দৈনিক আমাদের দিন পত্রিকার পরিবার তাঁর এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন। আমিন।

— দৈনিক আমাদের দিন পরিবার