ঢাকা শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


বাংলাদেশের আকাশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে; ৩১ মার্চ সোমবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে


প্রকাশিত:
৩০ মার্চ ২০২৫ ১৯:৫৬

বাংলাদেশের আকাশে আজ ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে । ফলে আগামীকাল ৩১ মার্চ ২০২৫ খ্রি: সোমবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা করা হবে। পরিপ্রেক্ষিতে, আগামী ৩১ মার্চ ২০২৫ খ্রি: সোমবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন,ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ রমজান ১৪৪৬ হিজরি, ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ মার্চ রবিবার ২০২৫ খ্রি. সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এমতাবস্থায়, আগামীকাল ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩১ মার্চ সোমবার ২০২৫ খ্রি. থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে।

সভায় ধর্ম সচিব একেএম বফতাব হোসেন প্রামানিক সহ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান উপস্থিত ছিলেন।