ঢাকা শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


বাংলাদেশের নাট্যাঙ্গনে এক নতুন বার্তা নিয়ে এলেন তরুণ নির্মাতা সোহানুর রহমান সোহান


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২৫ ২১:১৯

তরুণ নাট্য নির্মাতা সোহানুর রহমান সোহানের হাত ধরেই জুলাই আন্দোলনের প্রথম নাটক "রঙ" সম্প্রতি মুক্তি পেয়েছে। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী ইভান ও নাবিলা। তাদের রসায়নের পাশাপাশি নাটকের গল্পে নতুন মাত্রা যোগ করেছেন শরিফুল ইসলাম এবং মিহিরা রহমানের মতো প্রতিভাবান শিল্পীরা।

পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার সুটিয়াকাঠি গ্রামের এক গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা সোহানুর রহমান সোহানের। তার বাবার নাম মোঃ এনামুল হক। শৈশবের এক মজার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, নামের কারণে তাকে প্রায়ই কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার কথা শুনতে হতো। স্কুল-কলেজের শিক্ষকরাও মজা করে সিনেমার পরিচালকের নাম ধরে ডাকতেন। তখন থেকেই মনের গভীরে নির্মাতা হওয়ার এক স্বপ্ন বুনেছিলেন তিনি, যা আজ তাকে বাংলাদেশের প্রতিষ্ঠিত তরুণ নির্মাতার কাতারে নিয়ে এসেছে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, আমার কোয়ান্টিটির দরকার নেই, আমার কোয়ালিটি দরকার। আমি বছরে একটা প্রোডাকশন করলেও সেটা যেন মানসম্মত হয়, ‘রঙ’ ঠিক তেমনই একটি কাজ। আমি আশা করি, আমার এলাকার মানুষ এবং সারাদেশের দর্শক নাটকটি গ্রহণ করবেন এবং তাদের ভালো লাগা প্রকাশ করবেন।

‘রঙ’ নাটকটি কেবল একটি বিনোদনমূলক কাজই নয়, এটি সমসাময়িক বাস্তবতার এক শৈল্পিক দলিল হয়ে উঠবে বলে দর্শকরা মনে করছেন। নাটকটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক সাড়া পেতে শুরু করেছে।

নাটকটি মুক্তি পেয়েছে ইউএসএ এবং ইন্ডিয়ার জনপ্রিয় প্রোডাকশন হাউস ফেইথফ্লিক্স এর নিজস্ব ইউটিউব চ্যানেলে।