ঢাকা শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


দৌলতপুরে বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২৫ ১৮:৪৭

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি'র আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

​অনুষ্ঠানটি দৌলতপুর উপজেলা বিএনপি'র সাবেক সংসদ সদস্য ও বর্তমান থানা আহ্বায়ক আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দৌলতপুর থানা বিএনপি'র সদস্য সচিব বিল্লাল হোসেনের সঞ্চালনায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

​কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যদের নবায়নের কাজ সম্পন্ন করেন। এ সময় বক্তারা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।