ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


নোয়াখালীর সেনবাগে ইয়াবা সহ এক মাদক কারবারি গ্রেফতার


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১৭:৫৫

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার ২৫ আগস্ট রাত নয়টার দিকে উপজেলার ছমির মুন্সিরহাট বাজারের মোহাম্মদীয়া হোটেলের সামনে পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম আনোয়ার হোসেন (৪৮)। তিনি সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের আবুল খায়ের কোম্পানীর বাড়ির বাসিন্দা। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) অনুপ চক্রবর্তী জানায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার হয়েছে তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন— অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।