ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২


নড়াইল জেলায় আসছেন নতুন পুলিশ সুপার রবিউল ইসলাম


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৫ ১৪:১৯

মোঃ রবিউল ইসলাম

নড়াইল জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) শাখার বিশেষ পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। তিনি বর্তমানে ঢাকায় এসবি কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার পদে কর্মরত আছেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ বদলির তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে উপসচিব মো. মাহবুবুর রহমান সই করেছেন। শীঘ্রই তিনি নতুন কর্মস্থল নড়াইলে যোগদান করবেন মর্মে জানা গেছে।

জানা যায়, মোঃ রবিউল ইসলাম ২০০৬ সালে ২৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। এরপর তিনবছর র‌্যাবে দায়িত্ব পালন করেন তিনি। পরে বরিশাল সদরের সার্কেল এএসপি হিসেবে দুই বছর দায়িত্বরত ছিলেন৷ মোঃ রবিউল ইসলাম দুইবার বিদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করেন। ২০১৩-১৪ এবং ২০১৭-১৮ এই দুইবারই আফ্রিকার মুসলিম দেশ সুদানে শান্তিরক্ষী মিশনে যান তিনি। জেলা পুলিশ সুপার হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন এই মেধাবী পুলিশ অফিসার।

জানা গেছে, শিক্ষাজীবনে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মোঃ রবিউল ইসলাম। ২০০২ সালে বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদ থেকে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন এই কৃতী শিক্ষার্থী।

প্রথমবারের মতো জেলা পুলিশ সুপার হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এই দায়িত্ব অনেক চ্যালেঞ্জিং। আমি এই চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে চাই। আশা করছি নড়াইল জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো।

নতুন কর্মস্থল সম্পর্কে তিনি বলেন, নড়াইল একটি ঐতিহ্যবাহী জেলা৷ এই জেলার সাথে জড়িত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নাম, জড়িত চিত্রা নদীর নাম। শুনেছি এখানকার মানুষেরা খুব কালচারাল। তাদের সাথে কাজ করতে হয়ত ভালো লাগবে। আশাকরি নড়াইল জেলার জন্য ভালো কিছু করবো।