ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


বাগেরহাটে বাংলাদেশ সংস্কারবাদী পার্টির (বিআরপি) বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ২০:০৮

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট) বিকাল ৫ টায় শহরের সিএন্ডবি বাজারস্থ দলীয় কার্যালয়ে এই কর্মী সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিআরপি-র আহ্বায়ক মিনা মো. নাজমুস ছাকিব।

সভা পরিচালনা করেন দলের বাগেরহাট জেলা শাখার সদস্য মোসাম্মৎ ফরিদা পারভীন।

ডিজিটাল কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোহেল রানা, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক এবং মহাসচিব মো. তহিদুল ইসলাম। তারা তাদের বক্তব্যে দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।

কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি সফলভাবে সম্পন্ন হয়।