ঢাকা শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২


বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৫ ২৩:৫০

সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এ-র সাথে বেলকুচি উপজেলায় কর্মরত বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সাংবাদিকদের সাথে মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ২৮ আগস্ট দুপুরে বেলকুচি থানা পুলিশের আয়োজনে ওসির কক্ষে মতবিনিময় কালে নবাগত (ওসি) শহিদুল ইসলাম  বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। পুলিশ ও সাংবাদিকের লক্ষ একই,সাংবাদিকদের কাজ অনিয়ম ও অপরাধ তুলে ধরা আর পুলিশের কাজ অপরাধ নির্মূলে করা।

বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সাংবাদিকদের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করে বলেন।বেলকুচিতে মাদক কারবারি, জুয়া,নারী শিশু পাচারকারী, সকল অপরাধ নির্মূলসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ও সর্ব্বোচ সেবা দেওয়া হবে।

মতবিনিময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দৈনিক এই আমার দেশ পত্রিকার প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলী তালুকদার,দৈনিক জয় সাগর পত্রিকার প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী,দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার  সহ-সভাপতি শহিদুল ইসলাম,দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল,দৈনিক বিজনেস ফাইল পত্রিকার প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা  শাখার  যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল হক আজিম, মুভি বাংলা টেলিভিশনের প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম। দৈনিক মাতৃজগত পত্রিকার প্রতিনিধি ও  বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক সেলিম রেজা, দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুল ইসলাম। দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সদস্য আব্দুল মান্নান শেখ সহ বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার নেতৃবৃন্দ।