বাকপ্রতিবন্ধী যুবক গুলিস্তানে গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

রাজধানীর গুলিস্তান বাসস্ট্যান্ড এলাকা থেকে সাঈদ শেখ (২২) নামে এক বাকপ্রতিবন্ধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৪ আগস্ট) আওয়ামী লীগের একটি মিছিল থেকে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানিয়েছেন, সাঈদ শেখ একজন বাকপ্রতিবন্ধী। তাকে গতকাল গুলিস্তান বাসস্ট্যান্ড এলাকা থেকে আওয়ামী লীগের মিছিল চলাকালে গ্রেপ্তার করা হয়।
সাঈদকে পল্টন মডেল থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় (মামলা নং- ৪২) গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে তার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় তাকেসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
আজ (সোমবার) সাঈদকে ঢাকার ২১ নম্বর কোর্টে হাজির করা হলেও বিলম্বে প্রোডাকশন হওয়ায় তার জামিন শুনানি অনুষ্ঠিত হতে পারেনি। আদালত তাকে কাস্টডি ওয়ারেন্ট (সিডাব্লিউ) মূলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে তার জামিন শুনানির জন্য দিন ধার্য করা হবে বলে জানা গেছে।
আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আরও জানান, সাঈদ একজন অসহায় ও বাকপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাকে এমন একটি গুরুতর মামলায় জড়ানো হয়েছে।