নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠন

জাতীয় সাংবাদিক সংস্থার নোয়াখালী জেলা কমিটির পরিচয় পর্ব ও মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় জেলা শহর মাইজদী নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন দারুচিনি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়েছে।
এ-সময় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত সভাপতি,ও দৈনিক জনতার অধিকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এডভোকেট মোহাম্মদ ফারুক,
সহ-সভাপতি শেহাব উদ্দিন আহমেদ টিপু, জেলা প্রতিনিধি দৈনিক বঙ্গজননী সহ-সভাপতি রিপন মজুমদার, সম্পাদক ও প্রকাশক চ্যানেল নোয়াখালী ৭১।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,নোয়াখালী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি, রুমানা ইসলাম, দৈনিক দেশেরপত্র সেনবাগ প্রতিনিধি মোঃ রেজাউল করিম রাজু ও নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এই সময়ে সংগঠনের বক্তারা জানা, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে বিস্তারিত আলোচনা করেন।
এ ছাড়া মতবিনিময় সভায় জেলার গণমাধ্যমকর্মীরা স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়ন, তথ্যপ্রবাহ সহজীকরণ ও পেশাগত সমস্যাগুলো সমাধানে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে মত প্রকাশ করেন।
নবগঠিত কমিটির সদস্যরা বলেন, এই আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দিকেও গুরুত্ব দেওয়া হবে।
সভায় অংশগ্রহণের জন্য নোয়াখালী জেলার সব সাংবাদিকদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
সর্বশেষ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলার নবগঠিত সভাপতি এডভোকেট মোহাম্মদ ফারুক বলেন, আমি জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্য ও আত্মীয়-স্বজনদের সকল ধরনের আইনতার সহযোগিতা করবো, সর্বশেষ তিনি আরো বলেন জাতীয় সাংবাদিক সংস্থার নোয়াখালী জেলার কোন অফিস, আমার একটা অফিস আছে সেই অফিসটি আপনারা ব্যবহার করবেন। আমি সংগঠনের জন্য বড় একটা আর্থিক অনুদান করবে বলে ঘোষণা করেন।