ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


গ্রেফতারের সময় কি বলতে চাইছিল তৌহিদ আফ্রিদি


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১২:৩৬

তৌহিদ আফ্রিদি

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎সামাজিক যোগাযোগ মাধ্যমে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, তিনি বলছেন, ‘আমি পালব না কোরআনের কসম। আমি ওমরা হজ করছি। আমি শুধু আমার স্ত্রীকে নিয়ে ভয় পাচ্ছি, সে ছয় মাসের প্রেগন্যান্ট।’

এ সময় তৌহিদ আফ্রিদির কাছে একজন জানতে চান- এটি ভাড়া বাসা কিনা? জবাবে তিনি জানান, না চাচার বাসা, এটা তার আপন দাদার বাসা। তার বাবার এই অবস্থায় (কারাগারে) দাদার করব জিয়ারত করতে এসেছেন।

‎বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঢাকার একটি সিআইডি দল অভিযান চালিয়ে হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে। অভিযানে কোতোয়ালি পুলিশ তাদের সহয়তা করেছে। রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

‎সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রোববার রাতে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে।

‎প্রসঙ্গত, একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট রাজধানীর বনানী থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।