ঢাকা বুধবার, ২২শে জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ ১৪৩১


দুই সন্তানের সামনে উলঙ্গ করে হাত পা বেধে নির্যাতন


২৮ অক্টোবর ২০১৯ ১৪:৪৫

আপডেট:
২৮ অক্টোবর ২০১৯ ১৪:৫২

ভোলা জেলার লালমোহন উপজেলাধীন, ডাওরী বাজারে শত শত মানুষ ও দুটি শিশু সন্তানের সামনে উলঙ্গ করে এভাবেই নির্যাতন করে মোটরশ্রমিক জসিমকে।

তথ্যসূত্রে জানা যায়, কয়েকমাস আগে উপজেলার ২নং কালমা ইউনিয়নের, ২নং ওয়ার্ডের মিস্ত্রী বাড়ির আবু ড্রাইভারের ছেলে, চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী অস্র ও ডাকাতি মামলার আসামি হাসান, একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা শাহার আলী বাড়ির মৃত আব্দুল মোন্নাফের ছেলে, মোটরশ্রমিক জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল। উক্ত প্রস্তাবে রাজি না হলে ডাওরী বাজারে জসিমকে জনস্মুখে উলঙ্গ করে, তার দুটি শিশু সন্তানের সামনে সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত পা বেধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করে ডাকাত হাসান। উক্ত ঘটনায় নির্যাতিত জসিম ভয়ে তখন মামলা করতে পারেননি, এমনকি ভিডিওটিও ছাড়তে সাহস পায়নি কেউ।

একটি মামলায় উক্ত হাসানকে লালমোহন থানা পুলিশ গ্রেফতার করলে, এলাকাবাসী ভিডিওটি প্রচার করে।

ভিডিও দেখতে ক্লিক করুন