ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


ঢাবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


২৩ ডিসেম্বর ২০১৮ ১০:৫৩

আপডেট:
২৩ ডিসেম্বর ২০১৮ ১০:৫৪

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. আর্ল মিলার আজ ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেন। এসময় তাঁর স্ত্রী মাইকেল এ্যাডমেলমেন, দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার জশুয়া ক্যাম্প এবং কালচারাল অ্যাফেয়ার্স বিশেষজ্ঞ ফারোহা সোহরাওয়ার্দী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে তাঁরা মতবিনিময় করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং সংক্ষিপ্ত ইতিহাস অবহিত করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে সমঝোতা স্মারক রয়েছে। এসব সমঝোতা স্মারকের আওতায় নিয়মিত শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সকল আন্দোলনের মূল কেন্দ্র এবং এখানকার শিক্ষার্থীরা সকল ঐতিহাসিক আন্দোলনে বিশেষ করে স্বাধীনতা আন্দোলনে গুরুত্বাপূর্ণ ভূমিকা পালন করেছে। রাষ্ট্রদূতের এক প্রশ্নের জবাবে উপাচার্য জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন এ বিশ্ববিদ্যালয়ের সর্বকালের সেরা শিক্ষার্থী।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।