নোয়াখালীর বেগমগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত মাদক রাণী গ্রেপ্তার
বেগমগঞ্জে একাধিক মামলা সহ ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও মাদক রাণী হিসেবে পরিচিত শাহানাজ বেগম ওরপে শাহানা (৪৬) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর সদস্যরা। সে চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের মন্তাজ মিয়ার বাড়ীর বাসিন্দা। তার স্বামীর নাম ইমাম হোসেন বাহার।
২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১.২০ মিনিটের দিকে একলাশপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ , সিপিসি-৩, নোয়াখালী এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু জানান, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে একদল চৌকস সদস্য নজরদারীর মাধ্যমে একলাশপুর ইউনিয়নে মধুরামপুর গ্রাম বাহার মিয়ার বাড়ীর সামনে অভিযান চালিয়ে মাদক মামলা সহ ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাদক রাণী শাহানাজ বেগম ওরপে শাহানা (৪৬) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বেগমগঞ্জ মডেল থানার সোপর্দ করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, আসামীকে র্যাব এর সদস্যরা থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে।
