ঢাকা সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২


নাসিরনগরে ইয়াবাসহ পরোয়ানাভুক্ত ব্যক্তি গ্রেপ্তার


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫ ২২:৪৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ১০ পিস ইয়াবাসহ নুর ইসলাম (৫৫) নামের এক পরোয়ানাভুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল পাঁচটা পাঁচ মিনিটের দিকে ভলাকুট সবজি বাজার নৌকা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার এসআই রাম কানাই সরকার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাম কানাই সরকার সঙ্গী ফোর্সসহ এলাকায় অভিযান চালান। এ সময় নুর ইসলামের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা এলাকার বাসিন্দা।
পুলিশের তথ্য অনুযায়ী, নুর ইসলামের বিরুদ্ধে নাসিরনগর ও অষ্টগ্রাম থানায় মারামারি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নাসিরনগর থানার একটি মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং আরেকটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে।