ঢাকা শনিবার, ২২শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২


‘‘এবারও যদি ধানের শীষকে বিজয়ী করতে না পারি তাহলে আপনার আমার অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবেনা’’ : যুবদলের কর্মীসভায় "সোহেল মঞ্জুর সুমন"


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২৫ ২৩:৫৮

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ও স্বরুপকাঠী পৌর যুবদলের আয়োজনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের সাথে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে এক মতবিনিময় সভা / কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় মতবিনিময় কালে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের বিগত ১৭ বছরের সৈরাচারী আমলের নির্যাতিত নেতাকর্মীদের পরিচয় নেন এবং তাদের কারানির্যাতিত জীবনের কথা শোনেন। তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সকলকে ঘরে ঘরে বা মানুষের দারে দারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে এবং তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে সাধারণ মানুষকে বোঝাতে হবে। আর এটা আমাদের নির্বাচনী ইস্তেহারও বলা যায়। আমরা সরকার গঠন করতে সক্ষম হলে অবশ্যই ৩১ দফার সকল বিষয়গুলো বাস্তবায়ন করতে সক্ষম হবো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শীত রাস্ট্র প্রতিষ্ঠা করতে পারবো।
তিনি আরো বলেন, কোনো ব্যক্তিকে নয় দলকে ভালবেসে দলের স্বার্থে কাজ করতে পারলেই আমাদের বিজয় নিশ্চিত। আর এবার যদি আমরা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে পরাজিত হই তাহলে আপনার আমার কারো অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবেনা।

প্রধান অতিথি নজরুল ইসলাম খান তার মূল্যবান বক্তব্যে বলেন, সকল নেতাকর্মীকে আগামীতে আরো সক্রিয় হয়ে কাজ করতে হবে এবং দল থেকে মনোনয়ন প্রাপ্ত আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তিনি নেছারাবাদের সকল নেতাকর্মীকে আশ্বাস দেন নভেম্বর মাসের মধ্যেই বরিশাল বিভাগীয় এবং পিরোজপুর জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে নেছারাবাদে একটি বড় সমাবেশের আয়োজন করা হবে। সে জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রস্তুতি ও সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।

বিশেষ অতিথি এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, দলের ভেতরের সকল বিভাজন ও গ্রুপিং ছেড়ে সবাইকে একই ছায়াতলে এসে দলের সিদ্ধান্ত মোতাবেক যাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে অর্থাৎ আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের পক্ষে দলের স্বার্থে দেশের স্বার্থে কাজ করে দেশকে একটি গনতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে হবে। নইলে অন্য দল সুযোগ নিয়ে বিজয় ছিনিয়ে নিলে আবারও আমাদের বিপদের মুখে অত্যাচারের মুখে পড়তে হতে পারে।

সভার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ তার বক্তব্যে উপস্থিত সকল নেতাকর্মীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার উদাত্ব আহবান জানান এবং পিরোজপুর ২ আসনে নেছারাবাদ উপজেলা যুবদলের ঐকান্তিক প্রচেষ্টায় ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করার আশ্বাস দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - নজরুল ইসলাম খান, আহবায়ক, পিরোজপুর জেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন - এস এম সাইদুল ইসলাম কিসমত, সদস্য সচিব, পিরোজপুর জেলা বিএনপি। আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম ফরিদ, সাবেক সভাপতি, স্বরুপকাঠী পৌর বিএনপি ও সাবেক মেয়র, স্বরুপকাঠী পৌরসভা। আলহাজ্ব কাজী কামাল হোসেন, সভাপতি, স্বরুপকাঠী পৌর বিএনপি। মোঃ মইনুল হাসান, সাধারণ সম্পাদক, স্বরুপকাঠী পৌর বিএনপি। মোঃ হাফিজ সিকদার, সাংগঠনিক সম্পাদক, স্বরুপকাঠী পৌর বিএনপি।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন - মোঃ কামরুজ্জামান তুষার, ভারপ্রাপ্ত আহবায়ক, পিরোজপুর জেলা যুবদল। বিশেষ বক্তা - মোঃ এমদাদুল হক মাসুদ, সদস্য সচিব, পিরোজপুর জেলা যুবদল। সঞ্চালনায় ছিলেন - মোঃ বদরুল আহসান, যুগ্ম আহবায়ক, স্বরুপকাঠী পৌর যুবদল। সভার সভাপতিত্ব করেন- মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা যুবদল। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।