ঢাকা বৃহঃস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫, ২৫শে আশ্বিন ১৪৩২


নেছারাবাদের সুটিয়াকাঠী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান উন্নয়নে আয়োজিত হল অভিভাবক সমাবেশ


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ঃ৩০ মিনিটে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানিক অবকাঠামোগত ব্যবস্থা উন্নতকরন শীর্ষক শিক্ষক ও অভিভাবক সভার আয়োজন করা হয়। সভাটি বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত সকল অতিথিবৃন্দ, শিক্ষকমন্ডলী ও অভিভাবক বৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাহিদ উদ্দিন, সাবেক চেয়ারম্যান, সুটিয়াকাঠি ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম দুলাল, সভাপতি, অ্যাড হক কমিটি, মোঃ আব্দুস সবুর খান,
সাবেক সহযোগী অধ্যাপক, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ, মোঃ আরিফ বিল্লাহ, অধ্যাপক, সরকারি ফজলুল হক কলেজ, চাখার।

অভিভাবক বৃন্দদের মধ্যে উল্লেখযোগ্য, মোঃ আতিকুল ইসলাম লিটু, মোঃ রুহুল আমিন, মোঃ মাহমুদুল হাসান বাবু, মোঃ সোহাগ মিয়া, মোঃ ইমরান হোসেন সজিব সহ অন্যান্য অভিভাববৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে বিদ্যালয়টিকে যাতে আরো অবকাঠামগত উন্নয়ন করা সম্ভব হয় এবং টিন সেট স্কুল ঘরটিকে বিল্ডিংয়ে রূপান্তর করে শিক্ষার মান আরো উন্নত ও আধুনিকায়নের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি জানান।

উল্লেখ্য, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় উপজেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৯২৭ সালে উপজেলার ৯ নং সুটিয়াকাঠী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তালুকদার বাড়ি সংলগ্ন প্রতিষ্ঠিত হয়। অত্যন্ত মনোরম পরিবেশে, এলাকার নামিদামি সুশীল ব্যক্তিত্বদের তত্ত্বাবধানে, সুদক্ষ শিক্ষকদের পরিচালনায় বিদ্যালয়টি দীর্ঘ ৯৮ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে এবং শিক্ষার মানের ধারাবাহিকতা বজায় রেখে পরিচালিত হচ্ছে।

বর্তমানে এই স্কুলটিতে পাঠদানে দুটি শাখা রয়েছে, একটি জেনারেল অন্যটি ভোকেশনাল শাখা। প্রতি বছরের ন্যায় এবারের এসএসসি ২০২৫ শিক্ষাবর্ষে জেনারেল শাখায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫ জন শিক্ষার্থী, এর মধ্যে পাস করেছে ৬২ জন শিক্ষার্থী, আর এ প্লাস পেয়েছে ১৮ জন শিক্ষার্থী, মোট পাশের হার ৯৫. ৩৮ শতাংশ। আর ভোকেশনাল শাখায় পরীক্ষার্থী ছিল ২১ জন, এতে পাশের হার শতভাগ।
বিগত এক যুগ ধরে এই বিদ্যালয়ের ধারাবাহিক পাশের হার প্রায় ৯০ থেকে ১০০ ভাগ।

এবছর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম সুটিয়াকাঠী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে নেছারাবাদ উপজেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মাননা সনদ প্রদান করেন।
বর্তমানে বিদ্যালয়টিতে জেনারেল ও ভোকেশনাল শাখা মিলিয়ে মোট ৫৫০ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর সংখ্যা ২৫ জন, কর্মচারী রয়েছেন চারজন।