ঢাকা সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২


নেছারাবাদে বিএনপির মাহমুদ হোসেন সমর্থিত গ্রুপের উঠান বৈঠক


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫ ২২:৫০

নেছারাবাদ উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে এবং মাহমুদ হোসেন সমর্থিত গ্রুপের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বলদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতৃবৃন্দ ঘরে ঘরে গিয়ে জনসাধারণের হাতে ৩১ দফার প্রচারপত্র তুলে দেন এবং তারেক রহমানের সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারমুখী ঘোষণার বিভিন্ন দিক তুলে ধরেন এবং এলাকার সাগর আড়তদারের বাড়ি সংলগ্ন উঠানে আলোচনা সভা/ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে বক্তারা দাবি করেন, দলের স্বার্থে পুনর্বিবেচনা করে ঘোষিত মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয় জননেতা মাহমুদ হোসেনকে দেওয়া হোক। পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে ইঙ্গিত করে বলেন, তিনবারের জামানত হারানো পরিবারের কাউকে মনোনয়ন দেওয়া কতোটা যুক্তিযুক্ত আমরা বুঝিনা।

বক্তারা আরো বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই জনগণের নিরাপত্তা, মৌলিক অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথ খুলে দেবে। তারা আরও দাবি করেন, মাঠের প্রতিটি কর্মীকে সংগঠিত ও সচেতন ভূমিকা পালন করতে হবে।

এসময় এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা লিফলেট বিতরণে অংশ নেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। শান্তিপূর্ণ পরিবেশে পুরো কর্মসূচি সম্পন্ন হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি ইমাম উদ্দিন তালুকদার বলেন, দেশে একটি গনতান্ত্রিক সরকার সুপ্রতিষ্ঠিত করতে দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার কোনো বিকল্প নেই। তিনি জোড়ালো ভাবে দাবি করেন, বিগত দিনে এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের সুখে দুঃখে যিনি পাশে ছিলেন এবং জনপ্রিয় নেতা হিসেবে সাধারণ জনগনের কাছে যিনি পরিচিত তাকে বিশেষ পর্যালোচনায় নিয়ে বিগত মনোনয়ন পরিবর্তন করে আমাদের প্রিয় নেতা মাহমুদ হোসেনকে মনোনয়ন দেওয়া হোক। নইলে পিরোজপুর ২ আসন থেকে ধানের শীষের ভরাডুবির সম্ভাবনা রয়েছে। তবে আমরা সবাই ধানের শীষের ছায়াতলে আগেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো। তবে কোনো বিতর্কিত নেতাকে মনোনয়ন দিয়ে দলের পরাজয় হোক সেটা আমরা কখনো মেনে নিতে পারবোনা।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - মোঃ ইমাম উদ্দিন তালুকদার, সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি - মোঃ সবুর আহম্মেদ তালুকদার, যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবক দল। শহিদুল ইসলাম, মোঃ নান্না মিয়া, মোঃ কবির হোসেন, মোঃ ফারুক কাজী, মোঃ তপু রায়হান, মোঃ কিবরিয়া বেপারী, মোঃ ফরিদ বাহাদুর, মোঃ রিপন বাহাদুর, মোঃ উজ্জল মাঝি, মোসাঃ পারভীন আক্তার। সভাপতিত্বে ছিলেন, মোঃ দুলাল মাঝি। সঞ্চালনায় ছিলেন, রেজাউল হোসেন।