বাবা রাব্বানীকে ভোট দিও ,ও ভাল ছেলে!

বাবা রাব্বানীকে ভোট দিও ও ভাল ছেলে ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও সম্মিলিত শিক্ষার্থী সংসদ থেকে ডাকসুর জিএস পদ প্রার্থী গোলাম রাব্বানীকে উদ্দ্যেশ্য করে একথা গুলো বলতে দেখা গেছে
সৌদি আরবে দালালের খপ্পরে থেকে মুক্ত পাওয়া মেয়ের বৃদ্ধ মা।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় গোলাম রাব্বানীর কাছে কৃতজ্ঞতা জানাতে আসেন এবং যাওয়ার সময় যাকে সামনে পাচ্ছেন তাকেই কথাগুলো বলতে দেখা গেছে । এসময় আরো বলতে দেখা যায়, ওভাল ছেলে আমার মেয়েকে দালালরে কইয়া দেশে আইনা দিয়েছে । ও না বললে আমার মেয়ের মুখ খানি আর দেখতে পাইতাম না।
এর পূর্বে গোলাম রাব্বানীর কাছে সৌদি আরব ফেরত বৃদ্ধ মা এসেছিলেন কৃতজ্ঞতা জানাতে। কারন তার মেয়ে সৌদি আরবে আটকা পড়েছিল, তখন রাব্বানীর প্রচেষ্টায় ফিরে এসেছিল।
উল্লেখ্য,গোলাম রাব্বানী এখনো পর্যন্ত আড়াইশরও বেশি অসহায় ব্যাক্তি ও শিক্ষার্থীকে সহায়তা করেছেন তার মায়ের কাছ থেকে ফান্ড নিয়ে।
এসব মানবিক কাজের কারণে তিনি সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা কর্মীদের কাছে মানবিক ছাত্রলীগ নেতা ও 'মানবতার ফেরিওয়ালা' হিসেবে পরিচিত।
গোলাম রাব্বানী নেতা হওয়ার আগ থেকেই এরকম মানবিক কাজ করে থাকেন।