ঢাকা শনিবার, ২২শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২


ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হলো "ডপস শিক্ষা উন্নয়ন কমিটি"


প্রকাশিত:
২২ নভেম্বর ২০২৫ ১৯:১৯

গারো পাহাড়ের পাদদেশ শেরপুর জেলায় প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ডপস এর শিক্ষা উন্নয়ন কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল করতে ডপস সদস্যদের সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছে "ডপস শিক্ষা উন্নয়ন কমিটি"।

২১ নভেম্বর (শুক্রবার) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল প্রাঙ্গণে ঢাবিতে অধ্যয়নরত ডপস সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৬ মেয়াদের জন্য ডপস সদস্য নাজিদুল ইসলাম (ঢাবি)–কে সমন্বয়ক এবং আরিফুল ইসলাম (ঢাবি)–কে সহকারী সমন্বয়ক হিসেবে ঘোষণা করেন।

কমিটির অন্যান্য ডপস সদস্যরা হলেন-

আহমেদ হোসেন জনি (ঢাবি) ডপস-এর শিক্ষা, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক, এছাড়াও শারমিন আক্তার (ঢাবি), রনি হোসাইন (ঢাবি), আসাদুজ্জামান (ঢাবি), সজিব আহমেদ (ঢাবি), শাহাদাৎ হোসেন শান্ত (ঢাবি), আশিকুর রহমান (ঢাবি), নাজমুল হাসান (ঢাবি), নাফিসা মোকররামা মায়া (ঢাবি), আশা মনি (ঢাবি), শামিমা আক্তার (ঢাবি), রুচি আক্তার (ঢাবি), সানোয়ারা খাতুন (ঢাবি), জহুরুল ইসলাম (ঢাবি), জামিল হাসান (ঢাবি), হুরমুজ আলী (ঢাবি), নাঈম হোসেন (ঢাবি), সাইফুল ইসলাম সুজন (ঢাবি), জসিম আহমেদ (ঢাবি), এনামুল হক (ঢাবি) ও সোলাইমান হোসেন (ঢাবি)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইমুন ইসলাম (মেডিক্যাল), রাহাত হাসান অন্তর (জবি), শাহাদাত হোসেন (জবি) ও ডপস শুভাকাঙ্ক্ষী আহমেদ নিশাদ ও মামুন।

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক ঢাবিয়ান সোলায়মান নিলয় ও ওয়াহিদা জামান সিথী।

ডপস এর সদস্যরা জানান, শেরপুরকে শিক্ষা ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে এগিয়ে নিতে তারা আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাবেন।

দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ধাপে ধাপে ডপস শিক্ষা উন্নয়ন কমিটি গঠন করা হবে।