ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


নতুন কর্মসূচি দিলো আন্দোলরত পলিটেকনিক শিক্ষার্থীরা


১৬ এপ্রিল ২০২৫ ১৭:২৪

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০৬:১২

পলিটেকনিক শিক্ষার্থীরা চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক বিক্ষোভে তারা বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেন।

একইসঙ্গে তারা দেশের সব পলিটেকনিক শিক্ষার্থীদের একযোগে মাঠে নামার আহ্বান জানান।

এর আগে সকাল ১০টা থেকে তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি), এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভে তারা ছয় দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে— ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল এবং বিতর্কিত নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বন্ধ করা, মানসম্পন্ন চার বছর মেয়াদি কারিকুলাম চালু এবং একাডেমিক কার্যক্রম ইংরেজি মাধ্যমে রূপান্তর, ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদে অ-কারিগরি জনবল নিয়োগ বন্ধ এবং দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ নিশ্চিত করা এবং স্বতন্ত্র 'কারিগরি ও উচ্চশিক্ষা' মন্ত্রণালয় এবং 'কারিগরি শিক্ষা সংস্কার কমিশন' গঠন। পাশাপাশি টেকনিক্যাল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক পাস শিক্ষার্থীদের ১০০% ভর্তি নিশ্চিত করার দাবি।

শিক্ষার্থীরা হুঁশিয়ার করে বলেন, তাদের যৌক্তিক দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।