ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২


নকলায় ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’র কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা


প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫ ২২:০৮

শেরপুরের নকলায় ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল-আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরফিকার হোসেনের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সায়েম ইসলাম তুর্য।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মো. মোশারফ হোসাইন, সাংবাদিক শফিউল আলম লাভলু, সাংবাদিক দেলোয়ার হোসেন, উপজেলা যুবশক্তির আহবায়ক এস.এম মাসুম, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম রিজন ও তরুণ স্বেচ্ছাসেবক ইমাম হাসান সাব্বির।

এছাড়া আরো বক্তব্য রাখেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান সৌরভ, সহ-সভাপতি রনি ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আল-মাহাদী, সাংগঠনিক সম্পাদক সৌরভ আহমেদ সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিফাত, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ ও প্রচার সম্পাদক সাংবাদিক হাসান মিয়া প্রমুখ। বক্তারা নিজ নিজ পরিচয় তুলে ধরার পাশাপাশি এ সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এসময় মানব কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক বজলুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, কল্যাণ ও তহবিল বিষয়ক সম্পাদক ওমর ফারুক, আই.টি সম্পাদক তাহমিদ জিম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রিদওয়ান আহমাদ, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিষয়ক সম্পাদক বাবুল হাসান, কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক রাসেল মিয়া, দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শাহিন আকন্দ, কার্যকরী সদস্য আর.এন. রাফিক, হাফেজ মাওলানা মাহাদী হাসান, হাফেজ সুলতান মাহমুদ, রব্বানী, আব্দুল্লাহ, মো. সানি, তানভীর আহমেদ, রাজিব মন্ডল, আবু রায়হান মুরাদ ও জামান ইকতিদার। উল্লেখ্য, সম্প্রতি মানব কল্যাণ ফাউন্ডেশননের ২৯ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।