ঢাকা বৃহঃস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫, ১৭ই শ্রাবণ ১৪৩২


শেরপুর চীফ জুডিশিল আদালতে মামলার বিচারকে কেন্দ্র করে মারামারি


প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫ ১৯:০০

শেরপুর চীফ জুডিশিয়াল আদালতে ৩০ শে জুলাই বুধবার, ২০১৭ সালের ৪৩৬ নাম্বার একটি মামলা বিচারের পর আসামি পক্ষের দুই আসামীর জেল হাজতে প্রেরণ করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ।

এ রায়ে ক্ষিপ্ত হয়ে আসামি পক্ষ লোকজন বাদী পক্ষ লোক জনকে আদালত প্রাঙ্গনেই মেরে ফেলার উপক্রম হয়। এক পর্যায়ে বাদী পক্ষের মাহবুবুল আলম লিখনকে আসামি পক্ষের লোকজন মেরে আহত ও তার বাবা মোঃ মমতাজ উদ্দীন কে আহত করে।

তার পর ৪৩৬/১৭ মাললার বাদী মোঃ ছামিউল আলম এ মারামারিকে কেন্দ্র করে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে। তিনি বলেন যে দুইটা আসামির জেল হয়েছে তাদের নাম সোরহাব আলী ও ছানোয়ার হুসেন তারা দুই ভাই তারা সহ তাদের পরিবারের লোকজন আমার বাবাকে সহ মা ও ভাবি, ভাই এর উপর আকস্মিক ভাবে আক্রমন করছিলেন তারি প্রেক্ষিতে আমি শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছিলাম আজকে তার রায় হয়েছে। এ রায়ে দু জন আসামির জেল হওয়ার পর তারা আমার জেঠা ও জেঠাত ভাইকে আদালত প্রাঙ্গনেই মেরে ফেলার হুমকি সহ মার দেয়। তারপর আমি বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদকে আঘাতের চীহ্ন দেখিয়ে নিয়ে আমার জেঠাত ভাই কে শেরপুর সদর হসপিটালে ভর্তি করি এবং শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করি।