ঢাকা বুধবার, ৩০শে জুলাই ২০২৫, ১৬ই শ্রাবণ ১৪৩২


নাসিরনগরে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা


প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫ ১৮:৪০

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই ২০২৫ রোজ সোমবার সকাল ১১ঘটিকার সময় কলেজ মোড় সংলগ্ন চেয়ারম্যান মার্কেটে উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জীবন চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব তাপস রঞ্জন দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। 

নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুল রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী (রিপন)।

সভায় আরও উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটির সদস্য বাদল দেব, রাম প্রসাদ, হরিদাস, পরিতোষ, রতন দেবসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও উপজেলা উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আব্বাস মিয়া, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল বেগম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, কুণ্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম,  জাসাসের সাবেক নেতা সাখাওয়াত হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আহ্বায়ক মো. জামাল আহম্মেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ,  সদস্য সচিব খায়রুল বাশার রনি,  জেলা নবীন দলের সাধারণ সম্পাদক শাজাহান চকদার, বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের সেন্টু, ব্যবসায়ী দলের সভাপতি গিয়াস উদ্দিন,  উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া প্রমুখ।