শহীদ লিয়াকত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

২৬ জুলাই সকাল ১০ ঘটিকার সময় চকরিয়া বেতুয়া বাজার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মিলনায়তনে কেন্দ্র সমন্বয়ক হাফেজ মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা চকরিয়া জুনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের কে সনদ,সম্মাননা ক্রেস্ট,প্রাইজ মানি ও ও বৃত্তি প্রাপ্তদের ছবি সম্বলিত ম্যাগাজিন প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কক্সবাজার উত্তর জেলার সম্মানিত সভাপতি জনাব মাওলানা আরিফ মোঃ আজিজুল হক আল কাদেরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ;মাওলানা ইমরান হোসাইন, সহ সমন্বয়ক শহিদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা চকরিয়া জোন-১।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা শুয়াইবুল ইসলাম, কবি সাইফুল মোস্তফা, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক, মাস্টার রিদোয়ানুল হক, মাস্টার কাদেরী সাহেব, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চকরিয়া জুনের সচিব, জমির উদ্দিন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা রিদোয়ানুল হক।