ঢাকা শনিবার, ২৬শে জুলাই ২০২৫, ১২ই শ্রাবণ ১৪৩২


কুয়েটের উপাচার্য হলেন বুয়েটের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালী


প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫ ১১:৫২

অধ্যাপক মাকসুদ হেলালী, ছবি: সংগৃহীত।

পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও সার্চ কমিটির মাধ্যমে প্রার্থী বাছাই করে প্রথমবারের মত দেশের কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েটের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মাকসুদ হেলালী।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়টির নবম উপাচার্য হিসাবে তিনি দায়িত্ব নিয়েছে বলে কুয়েটের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ধারা ১০ (১) ধারা অনুযায়ী বৃহস্পতিবার এ নিয়োগ দিয়েছেন বলেও প্রজ্ঞাপনটিতে তুলে ধরা হয়েছে।

নতুন উপাচার্য নিয়োগের ফলে পাঁচ মাসের বেশি সময় ধরে চলা কুয়েটের একডেমিক কার্যক্রমের অচলাবস্থা কাটতে চলছে।গত ১৪ জুন কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়-ববিতে ভিসি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেটি ছিল বাংলাদেশের ইতিহাসে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে প্রথম বিজ্ঞপ্তি। এ দুই উপাচার্য পদে নিয়োগ পেতে অধ্যাপক পদে কর্মরত প্রার্থীরা ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পেরেছিলেন।

এর আগে গত ১৯ মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারকে সভাপতি করে সার্চ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার গত ৪ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেশের সরকারি বিশ্ববিদয়ালয়ের জন্য যোগ্য উপাচার্যদের খুঁজে নেওয়া হবে।

১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়; এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর থেকেই বিশ্ববিদ্যালয় কার্যত অচল।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক এস কে শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

পরে গত ১ মে উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য কুয়েটের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলীকে। তবে গত ২২ মে তিনিও পদত্যাগ করেন।

১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনার ৭৫ দিন পর ৪ মে কুয়েটে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত সিন্ডিকেটে নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি, ক্লাস-পরীক্ষা সেই ফেব্রুয়ারি থেকেই বন্ধ আছে।