ঢাকা শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২


কুষ্টিয়ার দৌলতপুরে জমির বিরোধে গৃহবধূকে কুপিয়ে জখম


প্রকাশিত:
১ আগস্ট ২০২৫ ১৩:০৪

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামপুর গ্রামে জমির বিরোধের জের ধরে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে এই ঘটনা ঘটে।

গ্রামবাসীর সূত্রে জানা যায়, শ্যামপুর গ্রামের গাফফারের ছেলে ওলিউর রহমানের সাথে তার প্রতিবেশী সজীব, চঞ্চল, চমকা, টকি, বাঁকা ও রাকিবের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে আজ সকাল আনুমানিক ৭টার দিকে ওলিউর রহমানের পুত্রবধূ সাবিনা খাতুনকে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় সাবিনা খাতুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

এই বিষয়ে দৌলতপুর থানার সাথে যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল