ঢাকা বুধবার, ৩০শে জুলাই ২০২৫, ১৬ই শ্রাবণ ১৪৩২


বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত তালুকদার এর পক্ষ থেকে বেলকুচি থানার গোল ঘরের জন্য চেয়ার প্রদান


প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫ ১৮:৫৭

সিরাজগঞ্জের বেলকুচি থানায় আগত বিভিন্ন ধরনের ভুক্তভোগীগণ আইন সহায়তাকারী অফিসারের সাথে পরামর্শ বা আইন বিষয়ক বিভিন্ন সহায়তা ও বিভিন্ন সমস্যা স্থানীয়ভাবে মীমাংসার জন্য থানা চত্বরে আসেন । অনেক সময় ঝড় বৃষ্টি বা অত্যাধিক তাপমাত্রার বিপাকে পড়ে যায় সেবা প্রার্থী ও জনগণ।

সেবা প্রার্থীদের বসার ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য থানা চত্বরে একটি গোল ঘর নির্মাণ করেন বেলকুচি উপজেলা  প্রশাসন। জুলাই ছাত্র জনতার আন্দোলে থানার গোল ঘরের সেবা প্রার্থীদের বসার জন্য রাখা সব চেয়ার  আসবাবপত্র ভাংচুর করেন আন্দোলন কারীরা। থানায় আগত বিভিন্ন ধরনের ভুক্তভোগীগণের বসার চেয়ার স্বল্পতা থাকায় (২৮ জুলাই সোমবার) বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলী তালুকদার বেলকুচি থানার গোল ঘরের সেবা প্রার্থীদের বসার জন্য কিছু সংখ্যক চেয়ার প্রদান করেন।

থানায় আগত সেবা প্রার্থীর একাধিক ব্যক্তি জানান সাংবাদিক, পুলিশ জনগণের জন্য কাজ করে থাকেন, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি কেরামত আলী তালুকদার সেবা প্রার্থীর সম্মান প্রদর্শনের পাশাপাশি থানায় গোল ঘরের একটি সুন্দর পরিবেশে বসার চেয়ারের ব্যবস্থা করা একটি গুরুত্বপূর্ণ  মানবিক কাজ।এই মানবিক কাজে আমাদের সকলের এগিয়ে আসা দরকার।