নিজ উদ্যোগে জবির পরিত্যক্ত ডাস্টবিন সংস্কার করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার

দীর্ঘদিন ধরে অচল ও পরিত্যক্ত অবস্থায় থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডাস্টবিনগুলো নিজ উদ্যোগে পরিষ্কার ও সংস্কার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) তিনিসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা সংস্কার সরঞ্জাম নিয়ে এই কাজ সম্পন্ন করেন। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিনসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাকে সহযোগিতা করেন।
শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে থাকা ডাস্টবিনগুলো দীর্ঘদিন ধরে ভাঙা ও ময়লায় পরিপূর্ণ থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখতে বাধ্য হচ্ছিলেন তারা, যা ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছিল।
এই উদ্যোগের বিষয়ে মো. শাহরিয়ার হোসেন বলেন, "ডাস্টবিনগুলো নষ্ট থাকায় শিক্ষার্থীরা যেখানে-সেখানে ময়লা ফেলছিল, যা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছিল। ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখতে এবং শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই ডাস্টবিনগুলো মেরামত ও পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে তারা এগুলো পুনরায় ব্যবহার করতে পারে।"
শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, "ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে। আমাদের রাজনীতি শুধু বক্তৃতা কিংবা মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়, ক্যাম্পাসের সার্বিক মঙ্গলের দিকে খেয়াল রাখাও আমাদের দায়িত্বের অংশ।"
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কল্যাণ করা। আমরা চাই, শিক্ষার্থীরা যেন একটি সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ উপভোগ করতে পারে। এই ধরনের গঠনমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
ছাত্রদলের এই ব্যতিক্রমী ও গঠনমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।