ঢাকা শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২


জবিতে ঢাকা জেলা ছাত্রকল্যাণ কমিটি ঘোষণা


প্রকাশিত:
১২ মে ২০১৯ ১০:১১


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।

আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আতিক হাসান প্রিন্সকে আহব্বায়ক করা হয়েছে। 
এছাড়া, যুগ্ন আহ্বায়ক , ইমরান খান ( দোহার), সুব্রত ঘোষ (নবাবগঞ্জ), শুভ মালিথা ( সাভার), ইমন আহমেদ ( কেরানীগঞ্জ), রবিউল ইসলাম রাকিব, রুদ্র সারোয়ার সানী (কেরানীগঞ্জ), মিথুন হোসেন জয় ( দোহার),সামিউল তাছাহাব শিশির। অমিত সরকার অমি ( নবাবগঞ্জ)। শাকিল আহমেদ ( সাভার), আবুবকর সিদ্দিক ,( কেরানীগঞ্জ),  শেখ আব্দুল হাকিম ( সাভার), নাইম সিকদার ,( কেরানীগঞ্জ) মোসারফ হোসেন সিহাব, মহাসিন মিয়া (সাভার)সহ ৯৭সদস্য নিয়ে গঠন করা হয়।


কমিটির আহব্বায়ক আতিক হাসান প্রিন্স বলেন ‘আমাদের ঢাকা জেলার অনেক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়ছে। কিন্তু অনেকেই অনেককে চিনে না, জানে না। আমরা সবাইকে একত্রিত করে এই সমস্যা দূর করতে চাই।