ঢাকা শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২


ঢাবির ইস.স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলণীর রেজিস্ট্রেশন চলছে


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০১৯ ১১:১৩

ঢাবির ইস.স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলণীর রেজিস্ট্রেশন চলছে

দ্বিতীয় বারের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলণী অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি।

ঢাবির টিএসসিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ গ্রহণে ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীদেরকে আগামী ২৫ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

বিভাগের এসিস্ট্যান্ট প্রোফেসর আমির হোসেইন জানান, প্রত্যেক শিক্ষার্থীকে এ্যালামনাই এর সদস্য হওয়ার জন্য ১০০০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনেও রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে।  (লিংকে ক্লিক করুন)

বিজ্ঞপ্তি 

এছাড়া কেউ যদি বিভাগে এসে টাকা জমা দিতে না পারেন তাহলে বিকাশ অথবা ডাচবংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। সেক্ষেত্রে কতৃপক্ষের সাথে যোগাযোগ করে এক্যাউন্ট নম্বর নিতে হবে বলে তিনি জানান।

প্রয়োজনীয় তথ্যের জন্য উল্লেখ্য মুঠোফোনে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে : অধ্যাপক শামসুল আলম (০১৫৫২৪৫৪২৮২), হাফিজ মুজতবা রিজা আহমদ (০১৮১৯২৭১৯৫৩), আমির হোসেন (০১৭১৬৫৯৯২০১) এবং মোস্তফা কামাল (০১৬১১১৩৩৩৬৬)।