ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ঈদে বাড়ি ফেরা: প্রতীক্ষার দুই মাস


২৮ মার্চ ২০২৫ ০১:৫১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৪৯

রমজানটা এবার কাটল ঢাকায়। ব্যস্ত শহরের কোলাহলে, পরিবার ছাড়া ইফতার-সেহরির দিনগুলো কেমন যেন ফাঁকা লাগছিল। পরীক্ষা ও ক্লাসের ব্যস্ততা—সবকিছুর মধ্যেও মন পড়ে থাকত বাড়ির দিকে। প্রতিদিন ইফতারের সময় মা-বাবার কথা মনে হতো, মনে হতো, এই মুহূর্তে বাড়িতে থাকলে কত আনন্দ হতো! এবার ঈদে বাড়ি ফিরব দুই মাস পর। অপেক্ষার এই সময়টুকুও যেন আলাদা এক অনুভূতি জাগায়। বাস-ট্রেনের টিকিট, কেনাকাটা, শেষ মুহূর্তের ব্যস্ততা—সবকিছু মিলিয়ে ঈদে বাড়ি ফেরাটা শুধু যাত্রা নয়, একটা আবেগের গল্প। শহরের যান্ত্রিক জীবনে থেকেও মন পড়ে থাকে শৈশবের ঈদের দিনগুলোর দিকে—সকালবেলার নতুন জামা, ঈদের নামাজ, সবার সঙ্গে কোলাকুলি, আত্মীয়দের বাড়িতে ঘোরা। আমাদের বাড়ির সামনেই ঈদগাহ ময়দান। সেখানে বিশাল মাঠ রয়েছে। প্রতিবছর বাঁশ ও ত্রিপলে টাঙ্গানোতে আমি সাহায্য করি। ইনশাআল্লাহ, এবারও সেই সুযোগ পেতে যাচ্ছি দীর্ঘ ১ বছর পর। শুধু ব্যক্তিগত অনুভূতিই নয়, ঈদে বাড়ি ফেরার বিষয়টা আমাদের সমাজের একটা বড় চিত্রও তুলে ধরে। লাখ লাখ মানুষ যখন শহর ছেড়ে গ্রামে যায়, তখন বোঝা যায়, শিকড়ের টান কতটা গভীর। ঈদের আগের রাতের ব্যস্ত স্টেশন, বাস টার্মিনাল, মানুষের উচ্ছ্বাস—সবকিছু মিলে এক অনন্য আবহ তৈরি হয়।

মো. আমির হোসেন, শিক্ষার্থী,

দর্শন বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।