নকলায় নবাগত ইউএনওকে সককস’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ফুলেল শুভেচ্ছা

শেরপুরের নকলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (সককস)-এর নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরের দিকে ইউএনওর কার্যালয়ে সংক্ষিপ্ত পরিচিতি ও মতবিনিয় সভা করা হয়।
এসময় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী (এফ.এ) মো. আব্দুল্লাহ আল মোমেন, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম মিয়া, সহ-সভাপতি মো. নাদিউর রহমান,মজিবর রহমান ও জমশেদ আলী; সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোছা. নাছিমা খাতুন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক বজলুল হক, সহ-কোষাধ্যক্ষ এমদাদুল হক, কার্যকরী সদস্য মনির হোসেন, আশরাফুল আলম ও সম্মানিত সদস্য রুনা খাতুনসহ সংগঠনটির অনেকে উপস্থিত ছিলেন।
তথ্য মতে, নবাগত ইউএনও মো. জাহাঙ্গীর আলম দ্বীপ জন মিত্র-এর স্থলাভিষিক্ত হলেন। তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১৮ সালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম কর্মজীবন শুরু করেন। এরপর ২০২১ সালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্ত পূর্বক নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলী করা হয়। সেখানে ২০২১ সালে থেকে ২০২৪ সাল পর্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন। তারপর ২০২৪ সালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্ত পূর্বক জামালপুর জেলা প্রশাসক কার্যলয়ে সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) হিসেবে পদায়ন করা হয়। সবশেষে তাকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্ত করা হয়। সেখানে তিনি উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) হিসেবে কিছুদিন কর্মরত ছিলেন। সর্বশেষ চলতি মাসের ২ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে মো. জাহাঙ্গীর আলমকে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়। ৭ জুলাই তিনি নকলায় কাজে যোগদান করেন।
তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার স্থায়ী বাসিন্দা এবং মোসলেম উদ্দিন ঢালির ছেলে। ব্যক্তিগত জীবনে ইউএনও মো. জাহাঙ্গীর আলম বিবাহিত এবং ২ ছেলে সন্তানের জনক। সাবেক ইউএনও দীপ জন মিত্রকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে বলে জানা গেছে।