ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


দরকার কাউন্সিলিং

শিক্ষার্থীদের জীবনে শৃঙ্খলা ফেরা প্রয়োজন


১ মে ২০২৫ ২৩:১৩

আপডেট:
২ মে ২০২৫ ২১:৩৮

বর্তমান সময়ে দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।শিক্ষার্থীরা নিয়মিত নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছেন। এর ফলে একদিকে ঝরছে তাজা রক্ত অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাঙ্গনের সার্বিক কার্যক্রম এবং বিঘ্নিত হচ্ছে জনসাধারণের জীবনমান। 

বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে দ্বন্দ্ব রুটিন মাফিক বিষয় হয়ে দাঁড়িয়েছে দফায় দফায়  জড়াচ্ছেন তারা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে। এসব দ্বন্দ্বের পিছনে প্রাতিষ্ঠানিক অহংবোধ, প্রশাসনের দুর্বলতা এবং বিপ্লব পরবর্তী সময়ে ছাত্রদের বেপরোয়া মনোভাব অনেকাংশেই দায়ী।

ছাত্রদের মধ্যকার দ্বন্দ্বে নতুন কোনো বিষয় নয় তবে সম্প্রতি তা ভয়াবহ রূপ  ধারণ করেছে। এতে যেমন শিক্ষার্থীদের তাজা রক্ত ঝরছে তেমনিভাবে শিক্ষাঙ্গনের পরিবেশও নষ্ট হচ্ছে। একটি তুচ্ছ  ঘটনাকে কেন্দ্র করেই দিনব্যাপী এমনকি সপ্তাহব্যাপী বিরামহীন সংঘর্ষ  চলতে থাকে শিক্ষার্থীদের মাঝে। সংঘর্ষ চলাকালীন সময়ে ব্যাপারেও শিক্ষার্থীরা রাষ্ট্রীয় সম্পদ এমনকি জনসাধারণের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একটি ব্যক্তিগত দ্বন্দ্ব প্রাতিষ্ঠানিক অহংবোধের কারণে শিক্ষার্থীদের  মধ্যে বিদ্বেষের সৃষ্টি করে যা ছড়িয়ে পড়ে অগ্নি স্ফুলিঙ্গের মতো এবং তা পরবর্তীতে রূপ নেয় আন্তঃপ্রতিষ্ঠানিক দ্বন্দ্বে।  এক শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষার্থীরা পরিকল্পনা করে হামলা করে অন্য প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর।ভাঙচুর করে শিক্ষা প্রতিষ্ঠানে রক্ত ঝরায় তাদেরই শিক্ষার্থী ভাইদের। যা কখনোই একটি সভ্য জাতির থেকে কাম্য নয়। এসব সমস্যার সমাধানে রাষ্ট্রকে কঠোর আইন প্রণয়ন ও  প্রয়োগ  হবে। বিদ্বেষের অগ্নি স্ফুলিঙ্গ  ছড়িয়ে পড়ার আগেই তা নিরসন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রশাসনকে বিশৃঙ্খলা কারীদের পর্যাপ্ত শাস্তি নিশ্চিত করতে হবে। নতুবা কৃষ্ণচূড়ার মতো লাল রক্ত ঝরতে থাকবে এদেশের শিক্ষার্থীদের, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে শিক্ষাঙ্গনের শৃঙ্খলা বিপর্যস্ত হবে।

শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফেরাতে হবে নতুবা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে আমাদের জাতির মেরুদন্ড। জাতির ভবিষ্যৎ বিপন্ন হওয়ার পূর্বেই দায়িত্বশীল দের এসব  সমস্যা কে পর্যাপ্ত গুরুত্বের সহিত মূল্যায়ন করতে হবে। দিনশেষে আহত শিক্ষার্থীদের বাবা-মা থেকে শুরু করে দেশের সাধারণ জনগণ সবার ই একটাই চাওয়া 'শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরুক'।

মুনতাসির নাবিদ সংগ্রাম

শিক্ষার্থী

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 


শিক্ষার্থী, ঢাকা কলেজ, সিটি কলেজ