ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


শুভ'র ভ্রাম্যমাণ বিদ্যাপীঠ— 'শিক্ষালোক'


প্রকাশিত:
৮ জুলাই ২০২৫ ০০:০২

ছবি: সংগৃহীত

শুভ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার ছোট বেলা থেকে সমাজের জন্য কিছু করার বেশ ইচ্ছে। শুভ ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। সেখানে অধ্যয়নকালে সে বেশকিছু সামাজিক কাজের সাথে জড়িত সংগঠনের সাথে যুক্ত ছিল তবে সেসকল সংগঠনগুলোর কার্যক্রম তাকে আকৃষ্ট করতে পারেনি। শুভ সেখান থেকে সরে আসে এবং নতুন করে পরিচিত হয় ভ্রাম্যমাণ লাইব্রেরির সাথে। সে জানতে পারে ভ্রাম্যমাণ লাইব্রেরি নামের অসাধারণ এক উদ্যোগ সম্পর্কে। শুভ দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিল বাংলাদেশে এখন পর্যন্ত সকল অঞ্চলে যথাযথ শিক্ষার আলো পৌঁছায়নি। এছাড়াও তিনি লক্ষ্য করেন দেশের শিক্ষা বিষয়ক সুবিধা গুলো শহর কেন্দ্রিক। যার দরুন দেশের তৃণমূল পর্যায়ে এখনো আলো পৌঁছতে পারছে না। দেশের প্রতিটি অঞ্চলে যেন শিক্ষার আলো পৌঁছায় সে জন্য শুভ শুরু করে তার নিজের সামাজিক নতুন সংগঠন 'ভ্রাম্যমাণ বিদ্যাপীঠ '। যার মূল লক্ষ্য সবার জন্য শিক্ষা। 

ভ্রাম্যমাণ বিদ্যাপীঠ দেশের প্রতিটি অঞ্চলের শিক্ষার প্রসারের জন্য কাজ করে চলেছে। শুভর ভ্রাম্যমাণ বিদ্যাপীঠ মেঘনা নদীর মায়া দীপ নামক চরের বাচ্চাদের শিক্ষার জন্য কাজ করে। এটি তাদের প্রথম প্রজেক্ট 'মোবাইল স্কুল মায়া দীপ ২০২৪ ' ছিল যা সফল ভাবে সম্পন্ন করেন। 

বর্তমানে ভ্রাম্যমাণ বিদ্যাপীঠের অধীনে মোট ২৫০ জন সেচ্ছাসেবী বিনামূল্যে সবার জন্য শিক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে চলেছে। ভ্রাম্যমাণ বিদ্যাপীঠ তাদের কার্যক্রমকে আরো দ্রুত গতিতে রূপ দিতে ঢাকা জেলাকে মোট ৪ টি অঞ্চলে ভাগ করে কাজ করছে। এবছর মে মাসে শুভর ভ্রাম্যমাণ বিদ্যাপীঠের তত্ত্বাবধানে তাদের নতুন এক প্রজেক্ট উন্মোচন হয়েছে, যার নাম ' প্রোজেক্ট শিক্ষা লোক '। শিক্ষা লোক প্রজেক্টের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। শিক্ষা লোক প্রজেক্টটি মোট ৪ টি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছে। প্রথমটি হচ্ছে হিটওয়েভ সচেতনতা, বর্তমানে সামগ্রিক জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র গরমে করণীয় ও শারীরিক সুরক্ষা নিয়ে দিক নির্দেশনা দেওয়া। দ্বিতীয়টি হচ্ছে ধর্ষণ প্রতিরোধ ও আত্মরক্ষা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আত্মসুরক্ষার কৌশল, আইনি সহায়তা সম্পর্কে ধারণা প্রদান। তৃতীয়টি হচ্ছে সাইবার বুলিং প্রতিরোধে সচেতনতা তৈরি, বর্তমানে শিক্ষার্থীরা ইন্টারনেট কেন্দ্রিক বিনোদনমূলক এছাড়াও অনেক শিক্ষার্থী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে। শিক্ষার্থীরা যেন কোন বুলিং এর শিকার না হন সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি। সর্বশেষটি হচ্ছে ক্যারিয়ার পরিকল্পনা ও দিকনির্দেশনা, স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীদের একটি বৃহৎ অংশ নিজেদের জীবনের ক্যারিয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভোগে। তাই এসব সমস্যা সমাধানে কাজ করছে শুভর শিক্ষালোক প্রজেক্ট।  

এখন পর্যন্ত শুভর প্রজেক্ট শিক্ষালোক সফলভাবে ঢাকা জেলার ২০ টি স্কুলে বাস্তবায়ন করা হয়েছে। এখন তাদের লক্ষ্য ঢাকা জেলার সহ অন্যান্য অঞ্চলে প্রজেক্টটি বাস্তবায়ন করা। 

শুভর এই অসামান্য উদ্যোগে শুধু শিক্ষার্থীরা নয় পাশাপাশি তার অধীনে কাজ করা সেচ্ছাসেবীরাও উপকৃত হচ্ছেন। তারা নেতৃত্ব গুণাবলি, দলে কাজ করার অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততায় কাজ করার অভিজ্ঞতা অর্জন করছে। 

শিক্ষার্থীদের মান উন্নয়নে, সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, বিনামূল্যে শিক্ষা বিস্তারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ভ্রাম্যমাণ বিদ্যাপীঠ। শুভ এক দীপ্তিময় নাম, যিনি নিরলসভাবে স্বপ্ন দেখছেন “দেশের প্রতিটি শিশুর মুখে জ্ঞানের আলো ফুটে উঠবে।”