ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


ত্রিদেশীয় সিরিজ

সতীর্থের চোটে কপাল খুলল কনওয়ের


প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫ ১৭:১৭

ডেভন কনওয়ে। ছবি: পিসিবি।

ফিন অ্যালেনের দুর্ভাগ্য ডেভন কনওয়ের জন্য সৌভাগ্য হয়ে এসেছে। সতীর্থের চোটে এক বছর পর নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের দলে শুরুতে কনওয়েকে রাখেনি কিউইরা। মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলার সময় অ্যালেন পায়ে চোট পাওয়ায় টি-টোয়েন্টি দলে তার ফেরার দুয়ার খুলেছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবার এই সংস্করণে জাতীয় দলের হয়ে খেলার হাতছানি ৩৪ বছর বয়সী ক্রিকেটারের সামনে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্য খেলে যাচ্ছিলেন কনওয়ে। এমএলসিতে টেক্সাস সুপার কিংসের হয়ে চার ম্যাচে ১৩৫ রান করেন তিনি ১২৭.৩৫ স্ট্রাইক রেটে। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০৮ ম্যাচে ছয় হাজার ৫৯১ রান তার নামের পাশে। সেঞ্চুরি আছে দুটি, ফিফটি ৫২টি।

নিউ জিল্যান্ডের জার্সিতে ৫০ টি-টোয়েন্টি খেলে এক হাজার ৪০৮ রান করেছেন কনওয়ে। স্ট্রাইক রেট ১২৭.৭৬।

ত্রিদেশীয় সিরিজের জন্য আরও তিনজনকে দলে যোগ করেছে নিউ জিল্যান্ড- দুই ব্যাটসম্যান মিচেল হে ও টিম রবিনসন এবং অলরাউন্ডার জেমস নিশাম। এই তিনজন মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস ও রাচিন রাভিন্দ্রার কাভার হিসেবে দলে যোগ দেবেন। এই চার জন রোববারের এমএলসির ফাইনালে খেলবেন।

জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে নিউ জিল্যান্ডের প্রথম ম্যাচ আগামী বুধবার, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দলগুলো পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ২৬ জুলাই ফাইনালে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে।

নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ডেভন কনওয়ে, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফউকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, টিম সাইফার্ট, ইশ সোধি, মিচেল হে, জিমি নিশাম, টিম রবিনসন।