জামালপুরে ১ জনকে হত্যা ও আহত ১ জনকে গলাকাটা অবস্থায় উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে রাতের আঁধারে নিজবাড়িতে মাসুদ প্রামাণিক (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা ও রুবেল প্রামাণিককে (২০) গলা কেটে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কোয়ালিকান্দি এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মাসুদ ও আহত রুবেল সম্পর্কে চাচা-ভাতিজা।
১২ জুলাই শনিবার রাত ৮টার দিকে মাসুদকে রুবেল তার বাড়িতে ডেকে নেয়, যে একই সঙ্গে রুবেলের বাড়িতে ঘুমানোর জন্য। পরেরদিন রোববার সকালে মাসুদের বড়ভাই মাসুদকে ডাকতে থাকলে ঘর থেকে কারো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে মাসুদ মৃত অবস্থায় পড়ে আছে এবং রুবেলের গলার একটি অংশ ও ডান হাতের একটি অংশ কাটা অবস্থায় পড়ে আছে।
পরে রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসছি, ঘটনাস্থল থেকে মাসুদ নামে এক যুবকের মরদেহ, একটি চাকু ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে লাশ মর্গে পাঠানো হবে।