ঢাকা মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

অমর একুশে গ্রন্থমেলায় আলোচনায় রহস্যময় উপন্যাস "জীবন একটি ধোকা"!


২৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:১৯

আপডেট:
২৫ ফেব্রুয়ারি ২০২০ ০২:০১

বইমেলা এখন জমজমাট। এবারের বইমেলায় বেশ কিছু বই আলোচনায় এসেছে।
নানান বিষয়আশয়ের ওপর লেখা এসব বইয়ের মধ্যে কিছু আছে সর্বাধিক বিক্রির তালিকাতেও। পাঠকপ্রিয় হয়ে ওঠা এই বইগুলোর মধ্যে " মেহেদী হাসানের" রহস্যময় উপন্যাস" জীবন একটি ধোকা। বইটি প্রকাশ করেছে "ভিন্ন চোখ"। বইটি পাওয়া যাবে ভিন্ন চোখে স্টল নং ৭১২।
এটি সম্পূর্ণ ব্যাতিক্রমী বই । এই উপন্যাস পড়ে সব পাঠকের সহজে লেখক হওয়ার সুযোগ রয়েছে বলে লেখক জানান। যার যার মত সে সে একটি উপন্যাস লেখতে পারবে।

রহস্যময় লেখক মেহেদী হাসানের ভক্ত আহম্মেদ আলী " জীবন একটি ধোক উপন্যাস নিয়ে " সামাজিক যোগাযোগ ফেসবুকে এক স্টাটাসে তিনি বলেন,অদ্ভুত সুন্দর একটা বই পড়লাম! জীবন একটা ধোঁকা!Mehedi Hasan ভাইকে যারা চেনেন, তারা তাঁর হিউমার সম্পর্কে ভালই ধারণা রেখে থাকবেন! এই বইটিও তার ব্যতিক্রম কিছু নয়!

শুরু শুরুতে অবশ্য বইয়ের নামটার শিল্পগুণ নিয়ে আমি কিছুটা আশাহত ছিলাম! তবে পুরো বইটি পড়ে নাম করণের যথার্থতা নিয়ে আমার আর কোন আপত্তি নেই!

বইটিকে কেউ নিছক কাগজের ছরায় মলাট বাধানো একটা সাধারণ বই ভাবতে পারেন, আবার স্যাটায়ার দিয়ে বাংলা সাহিত্যের এই ক্রান্তিলগ্নে একটি প্রতিবাদের ভাষা হিসেবেও দেখতে পারেন! তবে নিশ্চয়তা দিচ্ছি, বইটি তার স্বীয় বৈশিষ্ট্যে চিরজীবন আপনার মানস্পটে গেঁথে থাকবে।

আমরা অনেক সময় অনেক হিউমার নিয়ে কাজ করার কথা বলি, কিন্তু তা সত্যি সত্যি করে ফেলার মত সাহস কিংবা ধৈর্য্য শেষ পর্যন্ত রাখতে পারি না। লেখক মেহেদী হাসান ভাই এর থেকে ব্যতিক্রম হয়ে দেখিয়ে দিয়েছেন! তিনি সত্যি সত্যিই এই মুহুর্তের জন্য অত্যন্ত কার্যকরী বইটি প্রকাশিত করে ফেলেছেন!

বইয়ের আইডিয়াটা আমার কাছে চমৎকার লেগেছে! আমি থরোলি এনজয় করেছি এবং আপনাদের মাঝে যাদের সেন্স অফ হিউমার ভালো - বিশেষত উইটি হিউমার, তারা বইটি নিজে পড়ার জন্যও কিনতে পারেন এবং প্রিয়জনকে উপহার হিসেবেও দিতে পারেন! বইটি ভিন্নচোখ প্রকাশনী থেকে বের হয়েছে এবং বইমেলা, ক্যাডেট কলেজ ক্লাবসহ নানা জায়গায় পাওয়া যাচ্ছে।

ও হ্যাঁ, আরেকটা কথা! এই বই বিক্রির সকল টাকা, লেখক 'অদম্য ফাউন্ডেশন' নামে একটি এনজিও তে দান করবেন! অর্থাৎ শুধু হিউমার কিংবা স্যাটায়ার না, লেখকের মানবিকতা বোধও এই এক কাজের মাধ্যমেই প্রকাশিত হয়ে আছে!

উপন্যাসটি নিয়ে প্রকাশক আলী আফজাল খান বলেন,

"জীবন একটা ধোকা"

বইটিকে কেউ নিছক কাগজের ছরায় মলাট বাধানো একটা সাধারণ বই ভাবতে পারেন, আবার স্যাটায়ার দিয়ে বাংলা সাহিত্যের এই ক্রান্তিলগ্নে একটি প্রতিবাদের ভাষা হিসেবেও দেখতে পারেন! তবে নিশ্চয়তা দিচ্ছি, বইটি তার স্বীয় বৈশিষ্ট্যে চিরজীবন আপনার মানস্পটে গেঁথে থাকবে।