ছাত্রলীগ নেতা নুরুল আফছারের "অমানিশা" বইয়ের মোড়ক উন্মোচন

লেখালেখি মানুষ নিজের তাড়নায় করে। কেউ লেখেন সামাজিক দায়বদ্ধতা থেকে, কেউ লেখেন মনের আনন্দে। নুরুল আফছার মনের আনন্দে সরল অভিব্যক্তি প্রকাশের কবি। এমন মন্তব্য বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেছেন বক্তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা নুরুল আফসারের প্রথম বই "অমানিশা" বইটির আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২৫ ফ্রেব্রয়ারী) একুশে বই মেলার সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন চত্বরে বইটির মোড়ক উন্মোচন করেন
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলি,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড.পারভীন আক্তার জেমি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মতিঝিল বিভাগ মোহাম্মদ নুরুল আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক আক্তার হোসাইন। এছাড়াও দেশবরেণ্য গুণীজন উপস্থিতিত ছিলেন।