বদরখালী সমিতির নির্বাচন;মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে ১ জন সম্পাদক, ১১ জন পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ

গত ১৪ আগষ্ট দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমবায় সমিতি বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুসারে আজ ছিল মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন, মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে একজন সম্পাদক ও ১১ জন পরিচালক পদে বদরখালী সমবায় সমিতির কার্যালয় থেকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা জনাব রমিজ উদ্দিনের হাত থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
যেসব সম্ভব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলো;সম্পাদক পদে ;সাবেক সম্পাদক জনাব মোহাম্মদ আলী চৌধুরী বি এ,।পরিচালক পদে, জনাব বেলাল উদ্দিন, মোঃ কামরুল ইসলাম, মোঃ আবু তাহের, হাজী হামিদুল্লাহ,নাজেম উদ্দিন,পারভেজ মামুন, মোজাফফর আহমদ, জাফর আহমদ,রেজাউল করিম বাদল, আব্দুল কাদের ও কলিম উল্লাহ।
আগামীকাল ২১ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। একই কার্যালয়ে ২৫ আগস্ট মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ রয়েছে।২৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ। এরপর পরবর্তী কার্যক্রম শেষে ২০সেপ্টেম্বর নির্বাচন গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।
ঘোষিত তারিখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় তাকিয়ে রয়েছে বদরখালীর সমবায় জনগোষ্ঠী।