ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২

‘আবৃত্তি সন্ধ্যা’ নিয়ে ফরিদপুর আবৃত্তি সংসদের বিশেষ আয়োজন আগামী শনিবার


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৫ ১৭:৫৪

ছবি- আমাদের দিন

কবিতার সুর আর ছন্দের মায়াবী জাদুতে বুঁদ হতে প্রস্তুত ফরিদপুরবাসী। আগামী ২৩ আগস্ট, শনিবার, ২০২৫, ফরিদপুর আবৃত্তি সংসদের পরিবেশনায় “রসনা বিলাস” আয়োজন করতে চলেছে এক বিশেষ ‘আবৃত্তি সন্ধ্যা’। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি রাজেন্দ্র কলেজের ক্যান্টিন প্রাঙ্গণে এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭ টায়।

দীর্ঘদিন ধরে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে ফরিদপুর আবৃত্তি সংসদ। নিয়মিত আবৃত্তিচর্চা এবং নতুন প্রতিভাদের বিকাশে তাদের নিরলস প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। এবারের আয়োজনেও তাদের পরিবেশনায় থাকবে বাংলার জনপ্রিয় এবং কালজয়ী কবিতা। এই কবিতাগুলো প্রেম, দ্রোহ, প্রকৃতি এবং জীবনের নানা দিক নিয়ে কথা বলবে আবৃত্তিশিল্পীদের কণ্ঠে।

আয়োজকরা জানিয়েছেন, এই বিশেষ সন্ধ্যাটি সকলের জন্য উন্মুক্ত। কবিতার প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজন। তাদের মূল উদ্দেশ্য হলো আবৃত্তি শিল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মের মাঝে সাহিত্যের প্রতি আগ্রহ তৈরি করা।

শনিবারের এই সন্ধ্যাটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি কবিতার প্রতি ভালোবাসার এক অনন্য উৎসব। আশা করা যায়, এই আয়োজন ফরিদপুরের সাংস্কৃতিক জগতে এক নতুন মাত্রা যোগ করবে এবং কবিতা প্রেমী সকল দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল হবে।