ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

'স্বাধীনতা' - হিজবুল্লাহ


১৮ মার্চ ২০২৫ ০০:০৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৫১

ছবি: আমাদের দিন

স্বাধীনতা

- হিজবুল্লাহ

স্বাধীনতা তুমি শোকের মাতম,
দুঃখ রাশি রাশি,
স্বাধীনতা তুমি ফসলের,
ক্ষেতে দোল খেলানো হাসি।
স্বাধীনতা তুমি নোলক বুয়ার,
হাতে বানানো মোয়া,
স্বাধীনতা তুমি যুবক ছেলের,
যুদ্ধে চলে যাওয়া।
স্বাধীনতা তুমি আমার,
বোনের হারানো সম্মান,
স্বাধীনতা তুমি গীতিকারের,
লেখা হাজার দ্রোহের গান।
স্বাধীনতা তুমি অঙ্কুরে,
ঝরে যাওয়া হাজার তাজা প্রাণ।
স্বাধীনতা তুমি আমার
মায়ের কান্নার আর্তনাদ।
স্বাধীনতা তুমি সবুজ বাংলায়
বন্য হাতির পাদাঘাত।
স্বাধীনতা তুমি পঁচিশে মার্চের
কালো রাত।
স্বাধীনতা তুমি বাঙালি জাতির
দৃঢ় প্রতিবাদ।
লাখো শহীদের রক্তে কেনা,
আমার বাংলাদেশ।
সৌহার্দ্য-সম্প্রীতিতে গড়া,
নেই তো কোনো ভেদাভেদ।
স্বাধীনতা তুমি শান্তির বীজ,
একতার শাশ্বত শপথ।
অনেক ত্যাগের বিনিময়ে
তোমায় করেছি অর্জন।
তোমার সম্মান রক্ষায় প্রয়োজনে,
দেব আমার জীবন বিসর্জন