ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


জনপ্রিয়তায় এগিয়ে এফ রহমান হলের আলিম ও রহিম


৬ মার্চ ২০১৯ ১০:৪৫

আপডেট:
১০ মে ২০২৪ ০৩:৩২

জনপ্রিয়তায় এগিয়ে এফ রহমান হলের আলিম ও রহিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন হবে আগামী ১১ মার্চ সোমবার। ইতিমধ্যেই জমে উঠেছে প্রচারণা। প্রার্থীরা যাচ্ছেন ছাত্রদের কাছে। হল সংসদেও চলছে জমজমাট ছাত্র সংযোগ। নিজেদের প্রতিশ্রুতি জানাচ্ছেন শিক্ষার্থীদের।

হল সংসদের নেতারা নিজেদের ইশতেহার নিয়ে যাচ্ছেন হলের কক্ষে কক্ষে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন হল সংসদের মধ্যে এফ রহমান হলে ছাত্রলীগের সবচেয়ে ফ্রেশ ইমেজের ভিপি প্রার্থী ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ছাত্র আব্দুল আলীম খান (ব্যালট-১) ও মনোবিজ্ঞানের ছাত্র আব্দুর রহীম (ব্যালট -১)।

তাদের বিরুদ্ধে বিগত ক্যাম্পাস জীবনে কোন ধরনের বিব্রতকর সংবাদের খোঁজ পাওয়া যায়নি।

নটরডেম কলেজ থেকে আসা আলীম পূর্বে ঢাবি ছাত্রলীগের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা কলেজ থেকে এইসএসসি পাস আব্দুর রহীম সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন স্যার এ এফ রহমান হলে।

তারা শিক্ষার্থীদের আবাসন সঙ্কট নিরসন ও হলের খাবারের মান বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হলটিতে জনপ্রিয়তায় ছাত্রদলের চেয়ে ছাত্রলীগের এই দুই প্রার্থী এগিয়ে রয়েছে। হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সঙ্গে রয়েছে তাদের নিবিড় সম্পর্ক।